নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় - প্রতিষ্ঠান পরিচিতি

নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কর্ণিবাড়ী, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার অন্তর্গত ৯ নং কর্ণিবাড়ী ইউনিয়নের নান্দিয়ার পাড়া গ্রামের দরগাতলা নামক স্থানে ০১/০১/১৯৭১ ইং সালে অত্র এলাকার জনাব মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠা লাভ করে । কিন্তু করাল গ্রাসী যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে চার বার ভাঙনের পর বড়ইকান্দি বিমানবন্দর পাড়া নামক স্থানে ৫ম বারের মত পুনঃ প্রতিষ্ঠার কাজ চলমান। এত সব প্রতিকুল অবস্থার মধ্যে বিদ্যালয়টির এস. এস. সি. , জে. এস. সি. ও জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল উপজেলায় অন্যতম । সুষ্ঠু জ্ঞানার্জন ও আধুনিক শিক্ষা দান পদ্ধতি সর্বোপরি সুনাগরিক ও আদর্শ মানুষ গড়ার এক অনন্য বিদ্যাপীঠ। ১৯৭৩ সালে জুনিয়র স্কুল ও ১৯৭৪ সালে মাধ্যমিক স্কুল হিসেবে অত্র বিদ্যালয় স্বীকৃতি লাভ করে। ১৯৭৬ সালে প্রথম এস. এস. সি. পরীক্ষায় অংশ গ্রহন করে। আধুনিক শিক্ষা দান পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ ও নিয়মানুবর্তিতার জন্য এ প্রতিষ্ঠান এক স্বতন্ত্র মর্যাদায় অভিষিক্ত।

সভাপতির বাণী

নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় একটি স্বনামখ্যাত শিক্ষা কেন্দ্র। সুশৃঙ্খল সুনাগরিক তৈরীর একটি বিদ্যাপিঠ হিসেবে এ প্রতিষ্ঠানটি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। ওয়েব সাইটে প্রবেশের মধ্য দিয়ে এ শিক্ষালয় তার আপন পরিচয়কে বিশ্বলয়ে তুলে ধরেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।তথ্য প্রযুক্তির এ চলমান বিশ্বের ছন্দে তাল মিলিয়ে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় ক্রম অগ্রসরমান। সময় উপোযোগী বিজ্ঞান মনষ্ক জাতি গঠনের প্রত্যয়দ্বীপ্ত এ সূচনাকে আমি স্বাগত জানাই। তথ্য ও প্রযুক্তির পথে এ নবযাত্রায় সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ , ছাত্র-ছাত্রী, অনুষদ সদস্যবৃন্দ ও কর্মচারী সকলের জন্য রইল শুভেচ্ছা, সুন্দর ও নিরাপদ জীবনের কামনা । জাতির জনক বঙ্গ বন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র-ছাত্রীরা দেশের সেবায় আত্মনিয়োগ করে দেশ ও জাতির উন্নয়ন সাধন করবে এটাই আন্তরিক প্রত্যাশা। আল্লাহ আমাদের সহায় হোন । 

সভাপতি